GGGG

Friday, 22 September 2017









#শর্মিষ্ঠা

ঘাসের আগায় শিশিরকণা দীঘির বুকে পদ্মফুল,
হিজলকলি হাওয়ায় দোলে যেন মায়ের ঝুমকো দুল।
শরৎ এলে খুশির জোয়ার শিউলিঝরা রোজ সকাল,
আলোর বেণু উঠল বেজে লাল রঙ্গনে ভরল ডাল।

আকাশজুড়ে মেঘের মেলা উড়ছে যেন হাজার বক,
মাথার ওপর নীল চাঁদোয়া রৌদ্র কেমন ঝাঁ-চকচক।
হেলেদুলে পড়ছে ঢলে হিমেল হাওয়ায় শুভ্র কাশ
মায়ের আসার সময় হলো এখন ভরা পুজোর মাস।

চতুর্দিকে পড়ল সাড়া কেনাকাটার বেজায় ধুম,
আটচালাতে ঠাকুরদালান কচিকাঁচার কাড়ছে ঘুম।
উমামায়ের দাপট ভারী মহিষাসুরের রক্ষা নাই,
নারীর হাতেই জীবন যাবে তারই যেন আভাস পাই।

পিতৃপক্ষের অবসানে মহালয়ায় চণ্ডীপাঠ,
চরণচিহ্ন পড়ল মায়ের রবির আলোয় উজল মাঠ।
ক’দিন পরে মায়ের বোধন সবার চরম ব্যস্ততা,
আমার চাওয়া লুকিয়ে রাখি যদিও খুবই অল্প তা।

সাবান দিয়ে সাফ করেছি পুরোনো সেই কামিজটা,
আমার কাছে ওটাই নতুন অল্প একটু রংচটা।
সবার কি হয় নতুন পোশাক, হয় না জানি অনেকের,

  1. মায়ের সাথে দেখব ঠাকুর সেটাই আমার প্রাপ্তি ঢের

No comments:

gfghdghd

Top Videos Download! Top Videos Download! Top Videos Download! Top Videos Download! Top Videos Download! Top Videos Download! /?uid=10062&a...